পূর্ণাঙ্গ বহুমূখী মাধ্যমিক বিদ্যালয়
এ স্কুলটির গোড়াপত্তন হয়েছিল ১৯৩৬ইং সনে তেজগাঁও থানার- মনিপুরী পাড়া কৃষিবাগানে প্রাথমিক বিদ্যালয় হিসেবে নানা চড়াই উতড়াই পেরিয়ে ১৯৬৫ইং সনে জনাব টি. আহম্মদ সভাপতিত্ব থাকাকালীন জুনিয়র স্কুল হিসেবে প্রতিষ্ঠা পায়। প্রধান শিক্ষক ছিলেন জনাব মোশাররফ হোসেন তারই ধারাবাহিকতায় স্কুলটিকে হাইস্কুলে উন্নীত করা হয়। ১৯৬৭ইং সনে প্রথম বার এস.এস.সি পরীক্ষা দেয়। ফলাফল অত্যন্ত সন্তোষজনক হয়। বর্তমানে ইহা একটি পূর্ণাঙ্গ উচ্চ বিদ্যালয় হিসেবে পরিচালিত হচ্ছে।
১৯৯৮ সনের প্রথমার্ধে রাজধানী উচ্চ বিদ্যালয়ে শিক্ষকবৃন্দের ঐকান্তিক প্রচেষ্টা, এলাকাবাসীর অকুন্ঠ সমর্থন ও সহযোগিতা এবং এলাকার সাংসদ ডাঃ এইচ,বি,এম ইকবালের সহযোগিতা ও সুচিন্তিত পদক্ষেপের ফলে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনার নির্দেশে রাজধানী উচ্চ বিদ্যালয়ের পরিচালনার সার্বিক দায়িত্ব গণপূর্ত অধিদপ্তর বিভাগের উপর ন্যাস্ত করা হয়।নিকট অতীত psc,jsc এবং ssc সহ সকল পরীক্ষার ফলাফল অত্যন্ত সন্তোষজনক।
পরিচালনা পর্ষদের সদস্যদের আন্তরিক প্রচেষ্ঠা ও স্বচ্ছতার কারনে বিদ্যালয়টি বর্তমানে একটি উন্নত মানের বিদ্যালয়ের উন্নীত হয়েছে।
মোট ছাত্র-ছাত্রীর সংখ্যা | ৭৪২ জন |
| |||||||||||
শ্রেণী ভিত্তিক ছাত্র-ছাত্রীর সংখ্যা | ১ম | ২য় | ৩য় | ৪র্থ | ৫ম | ৬ষ্ঠ | ৭ম | ৮ম | ৯ম | ১০ | ১১ম | ১২ম | |
৩৪ | ৫৯ | ৭১ | ৭২ | ৬২ | ৭৪ | ৯২ | ৯৯ | ১০০ | ৮০ |
|
|
প্রাথমিক বৃত্তি | জুনিয়র বৃত্তি | মাধ্যমিক বৃত্তি |
নাই | নাই | ৪ জন |
নিকট অতীতে PSC শতকরা একশভাগসহ SSC ও JSC পরীক্ষার ফলাফল জিপিএ ৫.০০ সহ সন্তোষজনক হয়েছে।
অতি নিকট ভবিষ্যতে একাদ্বশ শ্রেণী শুরু করা, বহুতল ভবন নির্মান ও শিক্ষার মান উন্নয়ন সহ নানাবিধ পরিকল্পনা বিদ্যালয়ের কর্তৃপক্ষের রয়েছে
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস