ঢাকা মহানগরীর প্রাণকেন্দ্র সূত্রাপুর থানার অমত্মর্গত ওয়ারীর এলাকায় যাত্রাবাড়ী, গুলিস্থান সড়কের পাশে অবস্থিত। একটি দোতালা ভবন ও একটি সেমি পাকা ভবনে শ্রেণীর কার্যক্রম চলে। চতুর্দিকে পাকা প্রাচীর দ্বারা ভবন দুটি পরিবেষ্টিত। বিদ্যালয়ের ঈশান কোনে বঙ্গভবন ও দক্ষিন দিকে বলধা গার্ডেন অবস্থিত।
ওয়ারী উচ্চ বিদ্যালয় ১৯৬৬ইং সালে ওয়ারী কিন্ডার গার্টেন হিসেবে স্থাপিত হয়। স্বাধীনতা পরবর্তীকালে ০১/০১/১৯৭২ইং থেকে জুনিয়র হাইস্কুল হিসেবে স্বীকৃতি লাভ করে। ০১/০১/১৯৭৫ইং থেকে নবম শ্রেণী খোলার অনুমতি পাবার পর ০১/০১/১৯৭৬ইং থেকে ওয়ারী উচ্চ বিদ্যালয়টি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের স্বীকৃতি লাভ করে।
১ম | ২য় | ৩য় | ৪র্থ | ৫ম | ৬ষ্ঠ | ৭ম | ৮ম | ৯ম | ১০ম |
২১ | ২৬ | ৪২ | ৩৯ | ২৫ | ৭০ | ৫৯ | ৪৯ | ৪৪ | ৪১ |
২১/১০/২০১১ইং তারিখ থেকে দুই বছর মেয়াদী নিয়মিত ম্যানেজিং কমিটি বর্তমান রয়েছে। যাহার মোট সদস্য সংখ্যা ১১।
প্রাথমিক বৃত্তি | জুনিয়র বৃত্তি | মাধ্যমিক বৃত্তি |
............জন | ...............জন | .............জন |
সরকার কর্তৃক বিদ্যালয়ের জন্য .১৪ একর ভূমি অধিগ্রহণের চুড়ামত্ম অনুমোদন পাওয়া গিয়াছে।
অচিরেই একটি বহুতল ভবন নির্মান করে যুগোপযোগী আধুনিক শিক্ষার সম্প্রসারণের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
Phone: 01715432953, 027117608
e-mail: Wari_hs@yahoo.com
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস