Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

মিরপুর উদয়ন স্কুল, ঢাকা।

  • সংক্ষিপ্ত বর্ণনা
  • প্রতিষ্ঠাকাল
  • ইতিহাস
  • প্রধান শিক্ষক/ অধ্যক্ষ
  • অন্যান্য শিক্ষকদের তালিকা
  • ছাত্র-ছাত্রীর সংখ্যা (শ্রেণীভিত্তিক)
  • পাশের হার
  • বর্তমান পরিচালনা কমিটির তথ্য
  • বিগত ৫ বছরের সমাপনী/পাবলিক পরীক্ষার ফলাফল
  • শিক্ষাবৃত্ত তথ্যসমুহ
  • অর্জন
  • ভবিষৎ পরিকল্পনা
  • ফটোগ্যালারী
  • যোগাযোগ
  • মেধাবী ছাত্রবৃন্দ

সংক্ষিপ্ত বর্ণনা

 

সম্প্রসারিত রূপনগর আবাসিক প্লট মালিক কল্যাণ সমিতির উদ্যোগে ১৯৯৭ সালের ১লা জানুয়ারী বিদ্যালয়ের যাত্রা শুরু হয়ে হাটি হাটি পা পা করে সফলতার সাথে ১৫টি বছর পার হয়ে বর্তমানে বিদ্যালয়টিতে প্লে শ্রেণী হইতে ১০ম শ্রেণী পর্যমত্ম পাঠ দান করানো হচ্ছে। প্রায় ১৫০০ ছাত্র-ছাত্রী এবং ৪৭ জন উচ্চ শিক্ষিত ও অভিজ্ঞতা সম্পন্ন শিক্ষক ও ৮ জন কর্মচারী বর্তমানে কর্মরত আছেন। বিদ্যালয়টি গত ৩১/০৫/২০১০ ইং তারিখে নিম্ন মাধ্যমিক পর্যমত্ম এমপিও ভূক্ত হয়েছে । বিদ্যালয়ের নিজস্ব অর্থায়নে এবং জেলা পরিষদের কিছু অনুদানে ৬ তলা ফাউন্ডেশনের ৪ কক্ষ বিশিষ্ট তিন তলা ভবনের নির্মান কাজ সম্পন্ন হয়েছে। কিন্তু বাহিরে প্লাষ্টারের কাজ এখনও বাকী আছে। জেলা পরিষদের অর্থায়নে ৪র্থ তলার কাজ নির্মানাধীন আছে। সরকারী বড় ধরনের কোন অনুদান এখন পর্যমত্ম না পাওয়ায় বিদ্যালয়ের অবকাঠামো উন্নয়ন তেমন হয় নাই। প্লাষ্টার বিহীন তিন তলা ভবন ও প্রতিষ্টকালের তৈরী আধাপাকা টিনশেড ভবনের ১০টি কক্ষ নিয়ে শ্রেণী কার্যক্রম ও অফিস পরিচালিত হচ্ছে। বিদ্যালযটির অবস্থান দরিদ্র এলাকায় হওয়ায় বিদ্যালয়ের অর্থায়নে শিক্ষক কর্মচারীদের বেতন প্রদানে কষ্ট হচ্ছে। ভবিষ্যতে পূর্ণাঙ্গ এমপিও ভূক্তির আশায় আছে।