ঢাকা বিশ্ব বিদ্যালয়ের ভিসি তথা ঢাকা জেলার কালেক্টর মি. বটমলী অনুদানে ও আমেরিকান কয়েকজন হলিক্রস সিস্টাদের প্রচেষ্টায় ১৯৪৬ সনে ১লা জানুয়ারি বটমলী হোম প্রাথমিক বিদ্যালয়ের কার্যক্রম শুরম্ন হয়। তখন প্রধান উদ্দেশ্য ছিল অনাথ ও এতিমদের শিক্ষাদানের জন্য এই প্রাথমিক বিদ্যালয়টি প্রতিষ্ঠা করা। ১৯৪৬ সন থেকে ১৯৫৪ সন ৩০ ডিসেম্বর এই নয় বছর প্রাথমিক বিদ্যালয় রূপে অধিষ্ঠিত ছিল। এর প্রথম প্রধান শিক্ষিকা ছিলেন সিস্টার মেরী আলুইস সি.এস.সি।
১৯৪৮ সালে প্রথম শ্রেণি থেকে পঞ্চম শ্রেণি পর্যমত্ম স্বীকৃতিপ্রাপ্ত, ১৯৫৭ সালে ৬ষ্ঠ-৮ম শ্রেণি পর্যমত্ম স্বীকৃতিপ্রাপ্ত (জুনিয়র হাইস্কুল) ১৯৬৮ সালে নবম শ্রেণি স্বীকৃতি, ১৯৬৯ সালে মাধ্যমিক স্কুল স্বীকৃতিপ্রাপ্ত, ১৯৭০ সালে প্রথম এসএসসি পরীক্ষার জন্য প্রেরণ করা হলো, ১৯৭৯ সালে বিজ্ঞান বিভাগ খোলার অনুমতি, ২০০২ সালে ব্যবসায় শিক্ষা শাখা খোলার অনুমতি , ২০০৪ কম্পিউটার শিক্ষা বিষয় খোলার অনুমতিপ্রাপ্ত।
মোট ছাত্র-ছাত্রীর সংখ্যা |
১৫২৭ জন | |||||||||||
শ্রেণি ভিত্তিক ছাত্র-ছাত্রীর সংখ্যা | ১ম | ২য় | ৩য় | ৪র্থ | ৫ম | ৬ষ্ঠ | ৭ম | ৮ম | ৯ম | ১০ম | ১১ম | ১২ম |
১৮৩ | ১৭৬ | ১৯৪ | ২১৬ | ১৩২ | ১৬৩ | ১২৯ | ১৩৫ | ৯২ | ১০৬ | --- | --- |
নাম | পদবী | শিক্ষাগত যোগ্যতা |
রেভা ফাদার গাব্রিয়েল কোড়াইয়া | সভাপতি, চার্চ কর্তৃক মনোনীত | (থিওরোজি ও লিটারজি বিশেষজ্ঞ |
ডা: পরিতোষ সাহা | অভি: প্রতিনিধি, চার্চ কর্তৃক মনোনীত | বি.এইচ.এম.এস চক্ষু বিশেষজ্ঞ |
সিরাজুল ইসলাম | অভি: প্রতিনিধি, চার্চ কর্তৃক মনোনীত | এম.কম চাটার্ড একাউন্টেড |
ইউফ্রেজী গমেজ | অভি: প্রতিনিধি, চার্চ কর্তৃক মনোনীত | বি.এস.সি নাসিং |
বিশ্বেশ্বর সরকার | শিক্ষক প্রতিনিধি | বি.এস.সি , বি-এড |
পাস্কালিনা কসত্মা | শিক্ষক প্রতিনিধি | বি.এস.সি , বি-এড |
রাণী উবেলডিনা পালমা | প্রধান শিক্ষিকা ও সম্পাদিকা (পদাধিকারবলে) | বি.এস.সি , বি-এড ইংরেজী সার্টিফিকেট কোর্স। |
প্রাথমিক বৃত্তি | জুনিয়র বৃত্তি | মাধ্যমিক বৃত্তি |
০৩ জন | --- | ১জন টেলেন্টপুল, ২জন সাধারণ বৃত্তিপ্রাপ্ত |
পিএসসি পরীক্ষায় শতভাগ পাশ, জেএসসি পরীক্ষায় শতভাগ পাশ, এসএসসি পরীক্ষায় ৯৯.১১ ভাগ পাশ ।
বিদ্যালয়টি উচ্চ মাধ্যমিক পর্যায়ে উন্নীত করার পরিকল্পনা আছে।
বটমলী হোম বালিকা উচ্চ বিদ্যালয়, ৩ নং তেজকুনি পাড়া, তেজগাঁও, ঢাকা-১২১৫।
ফোন: ৮১২৩৭৭৩ ই-মেইল: bottomley_bd@yahoo.com
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস