ঢাকার মিরপুরে সেকশন-১১, ব্লক-সি, এভিনিউ- ৫, লেন নং- ১৫ সংলগ্ন দক্ষিণ পার্শ্বে ৫২ শতক জায়গার উপর বিদ্যালয়টি স্থাপিত। বিদ্যালয়ের চারিদিকে সীমা প্রাচীর আছে। বিদ্যালয়ে ২টি টিনসেড বিল্ডিং ও একটি পাঁচতলা ফাউন্ডেশনসহ দোতলা বিল্ডিং আছে। টিনসেড ও বিল্ডিং এর মাঝে বিভিন্ন শ্রেণীর বৃক্ষসহ একটি বাগান আছে। বিদ্যালয়ে একটি বড় খেলার মাঠ আছে। মাঠের পাশে একটি স্থায়ী মঞ্চ ও একটি স্থায়ী শহীদ মিনার আছে। বিদ্যালয়ে পানি, বিদ্যুৎ ও গ্যাসের ব্যবস্থা আছে।
১৯৮৩ সালে অত্র এলাকার স্থায়ী বাসিন্দা, দানবীর, সমাজসেবক মরহুম আলহাজ্ব আববাস উদ্দিন আহমেদ সাহেবের একক দানে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। ০১/০১/১৯৮৪ ইং তারিখ হতে বিদ্যালয়ে ১ম শ্রেণী থেকে ৮ম শ্রেণী পর্যন্ত পাঠদান কার্যক্রম শুরু হয়। ০১/০১/১৯৮৪ হইতে ১ম শ্রেণী থেকে ৮ম শ্রেণী পর্যন্ত নিম্ন মাধ্যমিক বিদ্যালয় হিসাবে স্বীকৃতি পায়। ১৯৮৭ সাল হতে বোর্ডের বিশেষ অনুমতিতে বিদ্যালয়টি S.S.Cপরীক্ষা দেওয়ার সুযোগ পায়। ১৯৯৪ সালে বিদ্যালয়টি মাধ্যমিক বিদ্যালয় হিসাবে স্বীকৃতি পায়।
মোট ছাত্র-ছাত্রীর সংখ্যা | ৯৮২ জন |
১ম | ২য় | ৩য় | ৪র্থ | ৫ম | ৬ষ্ঠ | ৭ম | ৮ম | ৯ম | ১০ম | ১১ম | ১২ম |
১২২ | ৯২ | ১০৪ | ১১২ | ৯৮ | ৯৩ | ১০২ | ৪৯ | ১০২ | ১০৮ |
|
|
নিয়মিত কমিটিঃ অনুমোদনের তারিখ ২৮/০২/২০১১ ইং
মেয়াদ উত্তীর্ণের তারিখ ২৭/০২/২০১৩ ইং
প্রাথমিক বৃত্তি | জুনিয়ার বৃত্তি | মাধ্যমিক বৃত্তি |
০১ জন | ------------জন | ---------------জন |
আলহাজ্ব আববাস উদ্দিন উচ্চ বিদ্যালয়, ১১-সি, এভিনিউ-৫, লেন-১৫, পল্লবী, মিরপুর, ঢাকা- ১২১৬।
Email: aauhschool@gmail.com
Phone: 9012928, 01912235990 (প্রধান শিক্ষক) 01819440298(সহকারী প্রধান শিক্ষক)।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস