প্রতিষ্ঠানটিতে ১টি প্রধান শিক্ষকের কক্ষ, ১টি সহকারী প্রধান শিক্ষকের কক্ষ, ১টি শিক্ষকদের সাধারণ কক্ষ, ১টি অফিস কক্ষ, ১৯ টি শ্রেণী কক্ষ, ১টি কম্পিউটার ল্যাব কক্ষ, ১টি বিজ্ঞানাগার কক্ষ, ১টি ম্যানেজিং কমিটির কক্ষ, ১টি অভিভাবকদের কক্ষ, ও প্রধান শিক্ষকের বাসভবন আছে।
বিদ্যালয়টি ১৯৯৩ খ্রিঃ সনে প্রতিষ্ঠিত হয়ে ১৯৮৭ খ্রিঃ সনে নিমণ মাধ্যশিক ও ১৯৮৯ সনে মাধ্যমিক বিদ্যালয়ে স্বীকৃতি লাভ করে।
শ্রেণী ভিত্তিক ছাত্র-ছাত্রীর সংখ্যা | শিশু | ১ম | ২য় | ৩য় | ৪র্থ | ৫ম | ৬ষ্ঠ | ৭ম | ৮ম | ৯ম | ১০ম | মোট |
৫৩ | ৮২ | ৭৩ | ৭৫ | ৭৩ | ৮৫ | ১২৬ | ৯৫ | ১১০ | ৭৭ | ৪০ | ৮৮৯ |
বর্তমান ম্যানেজিং কমিটি, মোট সদস্য সংখ্যা= ১২ জন, মহিলা সদস্য সংখ্যা=০৩ |
২০১১ সালের এস.এস.সি. ও জে.এস.সি.পরীক্ষার ফলাফল ভাল।
আগামীতে এস.এস.সি. ও জে.এস.সি.পরীক্ষার ফলাফল ভাল হয় তার পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।
টেলিফোনঃ ৮১৪৪৯৯১, ই-মেইল এড্রেস- tmhstd@yahoo.com |
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস