ধানমন্ডি উচ্চ বিদ্যালয়টি ৬ষ্ঠ শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত এমপিও ভূক্ত ২১ জন শিক্ষক-শিক্ষিকা শিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসছেন। এই সাথে শিশু শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত এমপিও ভূক্ত শিক্ষক-শিক্ষিকাসহ বিদ্যালয় প্রদত্ত বেতনে ৩ জন শিক্ষক-শিক্ষিকা পাঠদান করে আসছেন। পঞ্চম শ্রেণীর শিক্ষর্থীরা ২০০৯ইং সন হতেই প্রাথমিক শিক্ষা সমাপণী পরীক্ষা পরীক্ষায় অংশগ্রহণ করে আসছে।
ধানমন্ডি উচ্চ বিদ্যালয়টি ১৯৬০ইং সনে ধানমন্ডি থানাধীন ১৪নং ফ্রি স্ট্রীট হাতিরপুলে স্থানীয় বিদ্যুৎসাহী ব্যক্তিবর্গের প্রচেষ্টায় প্রতিষ্ঠিত হয়। স্থানীয় শিক্ষানুরাগী ব্যক্তিত্ব জনাব সাবির আহমেদ চৌধুরী এই বিদ্যালয়টি প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করেন। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা কর্তৃক ১৯৬৪সনে মাধ্যমিক বিদ্যালয় হিসাবে স্বীকৃতি পায়। ১৯৬৫ইং সনে অত্র স্কুলের শিক্ষার্থীরা মাধ্যমিক স্কুল সার্টিূফিকেট পরীক্ষায় অংশ নেয়। শুরু থেকে বিজ্ঞান ও মানবিক শাখা চালু ছিল। পরবর্থীতে ১৯৭৩ইং সনে ব্যবসায় শিক্ষা বিভাগ খোলার অনুমতি পায়। ১৯৯২ইং সনে প্রভাতি শাখার অনুমতি প্রাপ্ত এবং ২০০৩ইং সনে কম্পিউটার শিক্ষা চালু করা হয়। বর্তমানে ত্রিতল ভবনে মোট ২১টি কক্ষ রয়েছে। শুরু থেকে বিদ্যালয়টি এলাকার সকল শ্রেণীর (ধনী/দরিদ্র) শিক্ষার্থীদের মাঝে অত্যন্ত সুনামের সাথে শিক্ষা বিস্তারে নিয়োজিত।
মোট ছাত্র-ছাত্রীর সংখ্যা | ৫৬৪জন | |||||||||||
শ্রেনী ভিত্তিক ছাত্র-ছাত্রীর সংখ্যা | ১ম | ২য় | ৩য় | ৪র্থ | ৫ম | ৬ষ্ঠ | ৭ম | ৮ম | ৯ম | ১০ম | ১১ম | ১২ম |
৩৪ | ৪২ | ৪৫ | ৩৪ | ২৬ | ৮০ | ৮৪ | ৭৩ | ৮০ | ৬৬ |
|
|
নিয়মিত কমিটি। | |
নাম | পদবী |
জনাব মোঃ রুহুল আমিন মজুমদার | সভাপতি |
জনাব মোঃ খোরশেদুর রহমান | শিক্ষক প্রতিনিধি |
জনাব শাহ আজিজুর রহমান | ঐ |
জনাব রেহানা চৌধুরী | সংরক্ষিত মহিলা শিক্ষক প্রতিনিধি |
জনাব আশরাফ উদ্দিন ফরাজী | অভিভাবক সদস্য |
জনাব এ.কে.এম নুরুদ্দিন | ঐ |
জনাব মোঃ মোমেনুল হক | ঐ |
জনাব মোঃ লেয়াকত আলী | ঐ |
জনাব জয়তুন নাহার | সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য |
শূন্য | প্রতিষ্ঠাতা সদস্য |
শূন্য | দাতা সদস্য |
জনাব কে.এম. আলমগীর | কো-অপ্ট সদস্য |
প্রধান শিক্ষক | সদস্য সচিব |
শিক্ষা বৃত্তির তথ্য | প্রাথমিক বৃত্তি | জুনিয়র বৃত্তি | মাধ্যমিক বৃত্তি |
| ১জন |
|
এই প্রতিষ্ঠানের মাধ্যমে এলাকার স্বল্প আয়ের মানুষের সন্তানদের শিক্ষাদানের মাধ্যমে এলাকা বাসীর ভালবাসা ও সহযোগীতা । এই স্কুলের প্রাক্তন শিক্ষর্থীরা বর্তমানে রাষ্ট্রের অনেক গুরুত্বপূর্ণ পদে নিয়োজিত আছেন।
শিক্ষা কোন পন্য নয় এটা মানুষের অধিকার। মানুষের সেই অধিকার বাস্তবায়ন এবং তথ্যপ্রযুক্তি ভিত্তিক সময়োপযোগী শিক্ষা ব্যবস্থা বাস্তবায়নের মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মকে যোগ্য নাগরিক হিসাবে গড়ে তুলতে যথাযথ ভূমিকা রাখা।
১৪ ফ্রি স্কুল স্ট্রীট, হাতিরপুল, পোঃ নিউমার্কেট, থানা- ধানমন্ডি, ঢাকা-১২০৫ ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস