আগ্নেয়াস্ত্র শাখার হালনাগাদ সিটিজেন চার্টারঃ
০১। |
বর্তমান নীতিমালা অনুযায়ী নিম্মোক্ত ব্যক্তিবর্গ আগ্নেয়াস্ত্র লাইসেন্স পাবেনঃ |
|||
|
(ক) |
উপদেষ্টাগণ। |
||
|
(খ) |
ক্যাডার সার্ভিসের ১ম শ্রেনীর কর্মকর্তা, সামরিক বাহিনীর কর্মকর্তা এবং মুক্তিযোদ্ধা। |
||
|
(গ) |
মৃত্যুজনিত/বার্ধক্যজনিত কারণে ওয়ারিশ বরাবরে হস্তান্তর |
||
|
(ঘ) |
ব্যাংক/অর্থলগ্নিকারী প্রতিষ্ঠান। |
||
|
(ঙ) |
ব্যক্তি পর্যায়ে তিন লক্ষ টাকা আয়কর প্রদানকারী ব্যক্তিবর্গ। |
||
|
(চ) |
১২ বোর বন্দুক, ২২ বোর রাইফেল লাইসেন্স জেলা প্রশাসক স্বয়ং ইস্যু করবেন। পিস্তল ও রিভলবার লাইসেন্স প্রদানের ক্ষেত্রে ব্যবসায়ীদের অনুকূলে পুলিশী তদন্ত প্রতিবেদন এবং আয়কর যাচাই স্বাপেক্ষে ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ছাড়পত্রের প্রেক্ষিতে এবং সরকারী কর্মকর্তাগণের অনুকূলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ছাড়পত্রের প্রেক্ষিতে লাইসেন্স ইস্যু করবেন। |
||
০২। |
আগ্নেয়াস্ত্র লাইসেন্স নবায়ন ফি সংক্রান্তঃ |
|||
|
পিস্তল/রিভলবার |
৩০০০/-টাকা প্রতিটি |
||
|
দোনলা বন্দুক/একনলা বন্দুক/শটগান/রাইফেল |
১০০০/-টাকা প্রতিটি |
||
|
অন্যান্য অস্ত্রের নবায়ন ফি |
৪০০/-টাকা প্রতিটি |
||
|
পিস্তল/রিভলবার/বন্দুকের ডিলিং লাইসেন্স ও মেরামতি লাইসেন্স |
১৫০০/-টাকা প্রতিটি |
||
|
রাইফেল ডিলিং লাইসেন্স ও রাইফেল মেরামতি লাইসেন্স ফি |
১৫০০/-টাকা প্রতিটি |
||
|
সেফ কিপিং লাইসেন্স |
১০০০/-টাকা প্রতিটি |
||
০৩। |
নবায়ন পদ্ধতিঃ |
|
||
|
(ক) |
লাইসেন্স হালনাগাদঃ নবায়ন থাকলে লাইসেন্সধারী নবায়ন ফি জমা দিয়ে মূল ট্রেজারী চালান অত্রাফিসে উপস্থাপন করলে সাথে সাথে লাইসেন্স নবায়ন করে দেওয়া হয়। |
||
|
(খ) |
সশস্ত্র বাহিনীর সদস্যগণ এবং সরকারী ক্যাডার সার্ভিসের কর্মকর্তাগণ মূল লাইসেন্স ও জেলা ম্যাজিস্ট্রেট, ঢাকা এর বরাবরে লিখিত আবেদন জমা দিলে সঙ্গে সঙ্গে ফিস ব্যতীত লাইসেন্স নবায়ন করে দেওয়া হয়। |
||
|
(গ) |
লাইসেন্স হালনাগাদ নবায়ন না থাকলে বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মহোদয় এর অনুমোদন এবং জরিমানা আদায় স্বাপেক্ষে লাইসেন্স নবায়ন হয়ে থাকে। |
0
0
আগ্নেয়াস্ত্র শাখা, কক্ষ নং-২১৮জেলা প্রশাসকের কার্যালয়,ঢাকা।ই-মেইল: acarmssection@gmail.com
0
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস