Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
আগ্নেয়াস্ত্র শাখা, ঢাকা
নাগরিক সেবা

আগ্নেয়াস্ত্র শাখার হালনাগাদ সিটিজেন চার্টারঃ

 

০১।

বর্তমান নীতিমালা অনুযায়ী নিম্মোক্ত ব্যক্তিবর্গ আগ্নেয়াস্ত্র লাইসেন্স পাবেনঃ

 

(ক)

উপদেষ্টাগণ।

 

(খ)

ক্যাডার সার্ভিসের ১ম শ্রেনীর কর্মকর্তা, সামরিক বাহিনীর কর্মকর্তা এবং মুক্তিযোদ্ধা।

 

(গ)

মৃত্যুজনিত/বার্ধক্যজনিত কারণে ওয়ারিশ বরাবরে হস্তান্তর

 

(ঘ)

ব্যাংক/অর্থলগ্নিকারী প্রতিষ্ঠান।

 

(ঙ)

ব্যক্তি পর্যায়ে তিন লক্ষ টাকা আয়কর প্রদানকারী ব্যক্তিবর্গ।

 

(চ)

১২ বোর বন্দুক, ২২ বোর রাইফেল লাইসেন্স জেলা প্রশাসক স্বয়ং ইস্যু করবেন। পিস্তল ও রিভলবার লাইসেন্স প্রদানের ক্ষেত্রে ব্যবসায়ীদের অনুকূলে পুলিশী তদন্ত প্রতিবেদন এবং আয়কর যাচাই স্বাপেক্ষে ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ছাড়পত্রের প্রেক্ষিতে এবং সরকারী কর্মকর্তাগণের অনুকূলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ছাড়পত্রের প্রেক্ষিতে লাইসেন্স ইস্যু করবেন।

০২।

আগ্নেয়াস্ত্র লাইসেন্স নবায়ন ফি সংক্রান্তঃ

 

পিস্তল/রিভলবার  

৩০০০/-টাকা প্রতিটি         

 

দোনলা বন্দুক/একনলা বন্দুক/শটগান/রাইফেল

১০০০/-টাকা প্রতিটি          

 

অন্যান্য অস্ত্রের নবায়ন ফি                          

৪০০/-টাকা প্রতিটি

 

পিস্তল/রিভলবার/বন্দুকের ডিলিং লাইসেন্স ও মেরামতি লাইসেন্স

১৫০০/-টাকা প্রতিটি

 

রাইফেল ডিলিং লাইসেন্স ও রাইফেল মেরামতি লাইসেন্স ফি

১৫০০/-টাকা প্রতিটি

 

সেফ কিপিং লাইসেন্স        

১০০০/-টাকা প্রতিটি          

০৩।

নবায়ন পদ্ধতিঃ

 

 

(ক)

লাইসেন্স হালনাগাদঃ নবায়ন থাকলে লাইসেন্সধারী নবায়ন ফি জমা দিয়ে মূল ট্রেজারী চালান অত্রাফিসে উপস্থাপন করলে সাথে সাথে লাইসেন্স নবায়ন করে দেওয়া হয়।

 

(খ)

সশস্ত্র বাহিনীর সদস্যগণ এবং সরকারী ক্যাডার সার্ভিসের কর্মকর্তাগণ

মূল লাইসেন্স ও জেলা ম্যাজিস্ট্রেট, ঢাকা এর বরাবরে লিখিত আবেদন জমা দিলে সঙ্গে সঙ্গে ফিস ব্যতীত লাইসেন্স নবায়ন করে দেওয়া হয়।

 

(গ)

লাইসেন্স হালনাগাদ নবায়ন না থাকলে বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মহোদয় এর অনুমোদন  এবং জরিমানা আদায় স্বাপেক্ষে লাইসেন্স নবায়ন হয়ে থাকে।


চলতি প্রকল্পসমূহ

0


কার্যক্রম

0


যোগাযোগ

আগ্নেয়াস্ত্র শাখা, কক্ষ নং-২১৮জেলা প্রশাসকের কার্যালয়,ঢাকা।ই-মেইল: acarmssection@gmail.com


অন্যান্য

0


ছবি
www.dhaka.gov.bd/dcoffice_section/d19e1c59_2015_11e7_8f57_286ed488c766/Arm Shaka Shanghotonik Khathamo_1.PNG
কর্মচারীবৃন্দ
ভারপ্রাপ্ত কর্মকর্তা