Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
প্রকাশনা শাখা
বিস্তারিত

জেলা ম্যাজিস্ট্রেটের কার্যালয়, ঢাকার প্রকাশনা শাখা বিভিন্ন পত্রিকা ও ছাপাখানার ঘোষনাপত্রের কার্যক্রম পরিচালনা করে থাকে।


নাগরিক সেবা

বিষয় : পত্রিকা প্রকাশনা সংক্রান্ত

১। নতুন কোন পত্রিকা প্রকাশনা বা ছাপাখানা স্থাপনে ঘোষনাপত্রের এজন্য সরকার কর্তৃক নির্ধারিত ফর্মে আবেদন করতে হবে।

২। আবেদন প্রাপ্তির পর কাগজপত্র যাচাই বাছাই করে সঠিক হলে নামের ছাড়পত্রের জন্য ডি.এফ.পি-তে প্রেরণ করা হবে।

৩। এস.বি হতে প্রতিবেদন সঠিক পাওয়া গেলে বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট এর অনুমোদন সাপেক্ষে আবেদনকারীকে সরকারি ফি বাবদ ৪ (চার) টাকা বাংলাদেশ ব্যাংকে জমা দিয়ে নির্ধারিত বি ফরম ঘোষণাপত্র নেয়া হয়।

বিষয় : ছাপাখানা স্থাপন সংক্রান্ত

১। ছাপাখানার জন্য নির্ধারিত ফরমে বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট এর নিকট আবেদন করতে হয়।

২। আবেদনকারীর সাথে সংশ্লিষ্ট কাগজপত্র সঠিক থাকলে ছাপাখানার তদন্তের জন্য সহকারী কমিশনার/এস.বিতে প্রেরণ করা হয়। তদন্ত প্রতিবেদন সঠিক পাওয়া গেলে আবেদনকারীকে ব্যাংকে ৪ (চার) টাকা জমা দিয়ে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এর নিকট থেকে ছাপাখানার ঘোষণাপত্র নিতে হয়।

কোন বিষয়ে অস্পষ্টতা থাকলে আপনি দয়া করে সংশ্লিষ্ট কর্মকর্তার সুপারিশ গ্রহণ করবেন ।

এ অফিসের কর্মকর্তা/কর্মচারীবৃন্দ আপনার দ্রূত সেবা প্রদানের জন্য নিয়োজিত। দয়া করে কোন মধ্যস্বত্বভোগী/ দালালের খপ্পরে পরবেন না।

বি:দ্র:প্রকাশনা শাখায় কর্মরত সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারী ছাড়া কোন অপরিচিত ব্যক্তির সাথে কোন ব্যাপারে যোগাযোগ না করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।


চলতি প্রকল্পসমূহ

0


কার্যক্রম

0


যোগাযোগ

ভারপ্রাপ্ত কর্মকর্তা, প্রকাশনা শাখামোবাইল নং : ০১৯৩৩৪৪৪০২৬ E-mail:  acppdhaka@yahoo.comকক্ষ নং-৩০৪, প্রকাশনা শাখাজেলা ম্যাজিস্ট্রেটের কার্যালয়, ঢাকা।


অন্যান্য

0


ছবি
www.dhaka.gov.bd/dcoffice_section/d19d5f8d_2015_11e7_8f57_286ed488c766/Prokasona.JPG
কর্মচারীবৃন্দ
ভারপ্রাপ্ত কর্মকর্তা