অতিরিক্ত জেলা প্রশসাক (শিক্ষা ও উন্নয়ন) এর অধীনস্থ শাখা
১। সকল পাবলিক পরীক্ষার ব্যবস্থা গ্রহণ।
২। বেসরকারী স্কুল কলেজ ও মাদরাসার কমিটি গঠনের ব্যবস্থা গ্রহণ।
৩। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শ্রেনী শাখা খোলা ও অভিযোগ সংক্রান্ত।
৪। প্রাথমিক বিদ্যালয়ের নিয়োগ সংক্রান্ত কার্যক্রম।
0
১। শিক্ষা সংক্রান্ত সরকারী আদেশ নির্দেশইত্যাদি সংরক্ষণ ও কার্যক্রমগ্রহণ।
২। বিশেষ ক্ষেত্রে কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি মনোনয়ন সংক্রান্ত।
৩। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান নতুনভাবে স্থাপনের জন্য অনাপত্তি সনদ/দূরত্ব সনদ প্রদান সংক্রান্ত।
৪। বিভিন্ন পাবলিক পরীক্ষায়গোপনীয়কাগজপত্র বি.জি. প্রেস,ঢাকা/সংশ্লিষ্ট অধিদপ্তরথেকে আনয়নের জন্যম্যাজিস্ট্রট নিয়োগসংক্রান্ত বিষয়াদি।
৫। স্কুল/কলেজ/মাদ্রাসার আর্থিক অনিয়মেরঅভিযোগসংক্রান্ত বিষয়েজরুরী ভিত্তিতেতদন্তের জন্যপ্রেরণ। গুরুতর অনিয়ম থাকলেব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট
দপ্তরকে অবহিত করণ।
৬। বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক নিয়োগ পরীক্ষা পরিচালনা(বিশেষ ক্ষেত্রে)
৭। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শনেরমাধ্যমে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ব্যবস্থাগ্রহণ/ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট দপ্তরে প্রেরণ।
৮। বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানেরশিক্ষক/কমর্চারীদের বেতন বিল(বিশেষ ক্ষেত্রে) অনুমোদন।
৯। সরকারি স্কুল/কলেজে ভর্তিসংক্রান্ত নির্দেশনাবলীর প্রেক্ষিতে জরুরী ভিত্তিতেকার্যক্রমগ্রহণ।
১০। শিল্পকলা ও শিশু একাডেমী সংক্রান্ত উর্ধ্বতনকর্তৃপক্ষের নির্দেশাবলী বাস্তবায়ন
১১। প্রাথমিক সমাপনি, জেএসসি, এস এস সি, এইচ এস সি, ডিগ্রী (পাস/অনার্স), মাস্টার্স পরীক্ষা গ্রহণ সংক্রান্তকার্যাবলীএবং প্রাথমিক সমাপনি, জেএসসি, এস
এস সি, ও এইচএসসিপরীক্ষারফলাফল বিবরণীবিতরণ।
১২। মাদ্রসা শিক্ষা বোর্ডের অধীনে সকল পরীক্ষা গ্রহণ সংক্রান্ত কার্যাবলী এবং দাখিল,আলিম, ফাযিল, কামিল পরীক্ষার ফলাফল বিবরণী বিতরণ।
১৩। বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে সকল পরীক্ষা গ্রহণ সংক্রান্তকার্যাবলী এবং ফলাফল বিবরণী বিতরণ।
১৪। সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ সংক্রা্ন্ত কার্যক্রম।
১৪। শ্রেণি শাখা খোলা সম্পর্কিত কার্যক্রম গ্রহণ
১৫। খেলাধুলা সংক্রান্ত পত্রের ব্যবস্থা গ্রহণ।
১৬। জনস্বার্থে সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ পত্রপাওয়ামাত্র জরুরী ভিত্তিতেউপস্থাপনকরণ।
১৭। শিক্ষা সংক্রান্ত যেকোন পরামর্শ প্রদান।
রুম নং- ২২১ ও ২২২,শিক্ষা শাখা, জেলা প্রশাসকের কার্যালয়, ঢাকা। ফোন- ৭১২৩৬১৫ E-mail: educationsection22@gmail.com
0
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস