Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
রেভিনিউ মুন্সীখানা শাখা
নাগরিক সেবা

* মহামান্য হাইকোর্ট বিভাগের রীট পিটিশনসমূহের জবাব প্রস্তুতের জন্য সংশ্লিষ্ট কার্যালয়ে প্রেরণ।

* দফাওয়ারী জবাব পাওয়া গেলে তা বিজ্ঞ সলিসিটর, সলিসিটর উইং বরাবর এবং অনুলিপি ভুমি মন্ত্রণালয়/ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে প্রেরণ। (জবাব জেলা প্রশাসক মহোদয়ের স্বাক্ষরের পর)

* সিভিল রিভিশন/ সিভিল রুল এর আদেশের কপি বিজ্ঞ সলিসিটরে প্রেরণ।

* সিভিল রিভিশন/ সিভিল রুলের জবাব প্রস্তুতের জন্য সংশ্লিষ্ট কার্যালয়ে প্রেরণ।

* দফাওয়ারী জবাব পাওয়া গেলে তা বিজ্ঞ সলিসিটর বরাবর প্রেরণ।

* F.A/ FAT এর কপি বিজ্ঞ সলিসিটরে প্রেরণ।

* ভুমি মন্ত্রণালয় হতে প্রাপ্ত পত্রসমূহের প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ।

* মহামান্য হাইকোর্ট বিভাগ হতে প্রাপ্ত আদেশ সমূহ সংশ্লিষ্ট কার্যালয়ে প্রেরণ।

* বিজ্ঞ আইনজীবিগণ হতে প্রাপ্ত Demand for Justice Noitce সমূহ সংশ্লিষ্ট কার্যালয়ে প্রেরণ।

* বিজ্ঞ সলিসিটর, সলিসিটর উইং হতে প্রাপ্ত পত্রের কার্যক্রম গ্রহণের জন্য বিজ্ঞ জিপি বরাবর প্রেরণ।

* বিভিন্ন মোকদ্দমার রায় ও ডিক্রির বিরুদ্ধে আপীল দায়েরের কার্যক্রম গ্রহণের জন্য বিজ্ঞ জিপি/ সলিসিটর উইং বরাবর প্রেরণ।

* দেওয়ানী মোকদ্দমার আরজীসমূহ সংশ্লিষ্ট কার্যালয়ে জবাব প্রস্তুতের জন্য প্রেরণ। (রেজিষ্টারে এন্ট্রি করা হয়)

* জবাব আসার পর বিজ্ঞ জিপি বরাবর প্রেরণ। (রেজিষ্টারে এন্ট্রি করা হয়)

* বিভিন্ন সংস্থা/ প্রতিষ্ঠান হতে বিজ্ঞ জিপি নিয়োগের পত্রসমূহ এনড্রোস করে বিজ্ঞ জিপি বরাবর প্রেরণ।


চলতি প্রকল্পসমূহ

0


কার্যক্রম

0


যোগাযোগ

0


অন্যান্য

0


ছবি
www.dhaka.gov.bd/dcoffice_section/0cdcb2a1_2016_11e7_8f57_286ed488c766/RM Shaka.jpg
ভারপ্রাপ্ত কর্মকর্তা