ই/এম বিভাগ কুমিল্লা সম্মানিত গ্রাহকদের ডিজিটাল টেলিফোন ও ইন্টারনেট সেবা দিয়ে প্রদান করে আসছে। ইন্টারনেট সেবার ক্ষেত্রে সাধারন গ্রাহকদের ডায়াল আপ ও এডিএসএল মাধ্যমে ব্রডব্যান্ড সেবা প্রদান করা হয়ে থাকে। এছাড়া কর্পোরেট গ্রাহকদের জন্য ডিডিএন ও অপটিক্যাল ফাইবারের মাধ্যমে ইন্টারনেট ও ডাটা সার্ভিস দেয়ার ব্যবস্থা আছে।
৬। সিটিজেন চার্টার:
টেলিফোন সংক্রান্ত :
সেবার ধরন | সেবা প্রদানের স্থান | সেবা প্রদানের সময়সীমা |
· টেলিফোন নতুন সংযোগ, পুরাতন সংযোগ, স্থানান্তর · নাম, পদবী ও নাম্বার পরিবর্তন
| বিভাগী প্রকৌশলী -ই/এম এর অফিস, কুমিল্লা। ফোন : ৬৮৯০০,৭৬৩৬০ | সম্ভাব্য ক্ষেত্রে ২৪ ঘন্টার মধ্যে দাবীনামা জারী । দাবী নামার অর্থ পরিশোধের পর উপদেশ নামা জারীর ৭ দিনের মধ্যে সংযোগ |
ISDসুবিধাপ্রদান | ঐ | যথাযথ আবেদনের ৭ দিনের মধ্যে |
· অতিরিক্ত টেলিফোন বিল · টেলিফোন Lock/Unlock করণ · NWDও ISDসুবিধা প্রত্যাহার করণ · গ্রাহকের আবেদন সাপেক্ষে সাময়িক বিচ্ছিন্ন করণ/ পূনঃ চালুকরণ | বিভাগীয় প্রকৌশলী -ই/এম ও এসডিই মাক্স এর অফিস, কুমিল্লা। ফোন : ৬৮৯০০, ৬১০০২, ৬৯৩০০, ৭৬৩৬০
| যযথাযথ আবেদনের ২৪ ঘন্টার মধ্যে |
· টেলিফোন ত্রুটি মুক্ত করণ | সংশ্লিষ্ট ক্যাম্প অফিসের উপঃ সহঃ প্রকৌশলী, ছোটরা-কান্দিরপাড়-টমছমব্রীজ-পদুয়ারবাজার এর পশ্চিম দিকের সকল টেলিফোনের জন্য টেলিফোন নং ৭৭২৭০, ৭৬৩৯৭, ৬৯৪০০ এবং পূর্ব পাশের জন্য টেলিফোন নং- ৭৭২৫০, ৭৭২৩০, ৬৯৫০০ | সম্ভাব্য ক্ষেত্রে অভিযোগ গ্রহণের ২৪ ঘন্টার মধ্যে |
· উল্লিখিত সময় সীমার মধ্যে বর্ণিত বিষয় সমাধান না হলে সংশ্লিষ্ট পরিচালক, ফোনঃ ০৩১-৭১৬৬৪৪ বা প্রধান কর্মাধ্যক্ষ, ফোনঃ ০৩১-৭১৪০০ এর সাধে যোগাযোগ করতে হবে। |
বিভাগীয় প্রকৌশলী (ই/এম) এর কার্যালয়, টেলিফোন ভবন, পুরাতন চৌধুরী পাড়া, কুমিল্লা।
ফোন: 081-68900, ফ্যাক্স: 081-69100, ই-মেইল: deemcom@btcl.net.bd
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস