Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর
বিস্তারিত

 

      উন্নততর যোগাযোগ ব্যবস্থা সম্পন্ন ঢাকার প্রাণ কেন্দ্র ফার্মগেটে অবস্থিত কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ঢাকা জেলা কার্যালয়। জেলা কার্যালয়ের পশ্চিমে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সদর দপ্তর খামারবাড়ি ও জাতীয় সংসদ ভবন, পূর্বে বাংলাদেশ কৃষি গবেষনা কাউন্সিল এবং অদূরেই মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনষ্টিটিউট ও ইসলামিয়া চক্ষু হাসপাতাল। যোগাযোগ ঠিকানা- উপ-পরিচালকের কার্যালয়, ল্যাবরেটরি বিল্ডিং, কৃষি খামার সড়ক, ফার্মগেট, ঢাকা-১২১৫।

ছবি
ডাউনলোড
সিটিজেন চার্টার

০১। সকল শ্রেণীর কৃষকদের চাহিদা ভিত্তিক সেবা প্রদান

০২। কৃষি গবেষনা চাহিদা নিরূপন এবং উদ্ভাবিত প্রযুক্তি চাষীদের দোর-গোড়ায় পৌছানো, জনপ্রিয়করণ ও প্রয়োজনীয় সহায়তা করা।

০৩। কৃষি সম্প্রসারণ কর্মী ও কৃষকদের দক্ষতা উন্নয়ন।

০৪। কৃষিভিত্তিক বানিজ্য সম্প্রসারণে সহায়তা প্রদান।

০৫। কৃষি তথ্য প্রযুক্তি উন্নয়ন ও সহজ ব্যবহারে কৃষকদের সহায়তা প্রদান।

০৬। উৎপাদন সমস্যাদি চিহ্নিতকরণ ও সমাধাএনর জন্য সংশ্লিষ্ট সংস্থান সাথে সমন্বিত কার্যক্রম গ্রহণ।

০৭। কৃষি উপকরনের চাহিদা নিরুপন, প্রাপ্যতা ও সুষম ব্যবহার নিশ্চিতকরণ।

০৮। নারীকে কৃষির মূল স্রোতে সম্পৃক্তকরণ ও নারীর ক্ষমতায়নে সহায়তা করা।

০৯। দুর্যোগ ব্যবস্থাপনা, কৃষি পূনর্বাসন ও কৃষি ঋণ প্রাপ্তিতে কৃষকদের সহায়তা করা।

১০। কৃষি পণ্য ও উপকরণের মান ইনয়ন্ত্রণ করা।

১১। সমিন্বতভাবে পরিবেশবান্ধব কৃষি প্রযুক্তি সম্প্রসারণ।

১২। সকল শ্রেণীর কৃষক দলের সাথে কাজ করা।

label.column.field_projects

 

প্রকল্পের নাম

                                   সার সংক্ষেপ

১।  চাষী পর্যায়ে উন্নতমানের ধান,গম ও পাট বীজ উৎপাদন, সংরক্ষণ ও বিতরণ প্রকল্প।

চাষী পর্যায়ে প্রদর্শনীর মাধ্যমে আধুনিক জাতের ধান,গম ও পাট বীজ উৎপাদন করে  প্রতিবেশী চাষীদের মাঝে বীজ বিনিময় করে ক্ষেত্র বিশেষে বাজার দর অনুযায়ী বীজ বিক্রয়ের মাধ্যমে আধূনিক  বীজের চাহিদা পূরন করা এই প্রকল্পের উদ্দেশ্য।

২। চাষী পর্যায়ে উন্নতমানের ডাল, তেল ও পেঁয়াজ বীজ উৎপাদন, সংরক্ষণ ও বিতরণ প্রকল্প।

চাষী পর্যায়ে প্রদর্শনীর মাধ্যমে আধুনিক জাতের ডাল,তেল ও  পেয়াজ বীজ উৎপাদন করে  প্রতিবেশী চাষীদের মাঝে বীজ বিনিময় করা, ক্ষেত্র বিশেষে বাজার দর অনুযায়ী বীজ বিক্রয়ের মাধ্যমে আধূনিক  বীজের চাহিদা পূরন করা এই প্রকল্পের উদ্দেশ্য।

৩। ন্যাশনাল  কৃষি প্রযুক্তি প্রকল্প(এনএটিপি)।

গ্রাম পর্যায়ে কৃষক সংগঠন (CIG) গঠন  করে তাদের অংশ গ্রহনের মাধ্যমে এলাকাভিত্তিক ফসল  উৎপাদন সমস্যা নিরুপন করে তার আলোকে স্থানীয় কৃষি সম্প্রসারণ পরিকল্পনা প্রনয়ন করা অর্থাৎ সার্বিক উৎপাদন বৃদ্ধি করে কৃষকের আর্থ সামাজিক উন্নয়ন এই প্রকল্পের মুল উদ্দেশ্য

৪। খামার যান্ত্রিকীকরণের  মাধ্যমে ফসল উৎপাদন বৃদ্ধি।

আধুনিক কৃষি যন্ত্রপাতি ব্যবহার করে ফসল উৎপাদন ব্যয় কমানোর লক্ষ্যে ২৫% ভর্তুকির মাধ্যমে কৃষক পর্যায়ে আধুনিক কৃষি যন্ত্রপাতি সরবরাহ করা এই প্রকল্পের মূল উদ্দেশ্য।

৫। ধান ফসলের ফলন পার্থক্য  কমানো প্রকল্প

ধান গবেষণা মাঠে ধান ফসলের গড় ফলনের তুলনায় চাষী পর্যায়ে ফলন অনেক কম হয়। এই ফলন পার্থক্য কমিয়ে আনার লক্ষ্যে এই প্রকল্প কাজ করে যাচ্ছে।

যোগাযোগ


উপ-পরিচালকের কার্যালয়, ল্যাবরেটরি বিল্ডিং, কৃষি খামার সড়ক, ফার্মগেট, ঢাকা-১২১৫