স্বামীবাগ ইসকন মন্দিরের ইতিহাস
১৮৯৯ সালে মহান যোগী ত্রৈলঙ্গ স্বামীর সুযোগ্য শিষ্য শ্রীরুদ্র ত্রিদণ্ডী ত্রিপুরলিঙ্গ স্বামী মহারাজ কর্তৃক প্রতিষ্ঠিত হয় স্বাশীবাগ আশ্রম।
১৯৮৪ সালে সেবায়েত পরস্পরা সূত্রে শ্রী যশোদা নন্দন আচার্য স্বামীবাগ আশ্রমের সেবায়েতরূপে দায়িত্ব প্রাপ্ত হন।
শ্রী যশোদা নন্দন আচার্য সেবায়েত থাকাকালীন স্বামীবাগ আশ্রমের রক্ষণাবেক্ষণ এবং উন্নতির কথা বিবেচনা করে ২০০০ সালে বাংলাদেশ ইসকনের নিকট এর ব্যবস্থাপনা ও সেবায়েতের পূর্ণ দায়িত্ব অর্পণ করেন।
২০০০ সালের ১৯ ফেব্রুয়ারি থেকে ইসকনের সদস্যরা এই জায়গা দেখাশুনা করে আসছে। এর পর থেকেই বাংলাদেশ ইসকনের সাংগঠনিক কার্যক্রমকে এই আশ্রম থেকে পরিচালিত হয়ে আসছে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস