Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Title
জুডিশিয়াল মুন্সিখানা, ঢাকা
Details

বিচার শাখা  জেএম শাখা নামে অধিক পরিচিত। এই শাখার মাধ্যমে জেলা প্রশাসক মহোদয় বিজ্ঞ ম্যাজিস্ট্রেটগণকে নিয়োগ করে থ্যাকেন। এছাড়া সমগ্র জেলার মোবাইল কোর্টের যাবতীয় তথ্য এই শাখার মাধ্যমে সরকারের উর্ধ্বতন মহলে প্রেরণ করে থাকেন। বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট তার জেল কোডে বর্ণিত তার সকল কার্যক্রম বিচার শাখার মাধ্যমে সম্পন্ন করে থাকেন।


Citizen Service

(১) বিভিন্ন আদালতের ডিক্রীর প্রেক্ষিতে টাকা আদায় সংক্রান্ত সেবা প্রদান:

(২) নোটারী পাবলিক নিয়োগ সংক্রান্ত কার্যক্রম;

(৩) মহামান্য হাইকোর্ট ও সুপ্রিম কোর্ট হতে জেলা ম্যাজিস্ট্রেটকে প্রদত্ত নির্দেশনা তামিলকরণ;

(৪) ঢাকা কেন্দ্রীয় কারাগারে আসামীদের সাথে সাক্ষাত, আসামীদের ব্যক্তিগত প্রয়োজনে বিভিন্ন কাগজপত্র স্বাক্ষর করে আনয়ন সংক্রান্ত কার্যক্রম;

(৫) বিজ্ঞ পিপি, এপিপিদের বিলের বিপরীতে বরাদ্দকৃত অর্থ পুনঃ বন্টন ও বিল ভাউচার চেক ইস্যু, পাশ বহি চেক রেজিষ্ট্রার সংরক্ষণ সংক্রান্ত কার্যক্রম;

(৬) বিজ্ঞ পিপি, এপিপিদের নিয়োগ দান সংক্রান্ত;

(৭) বিজ্ঞ দায়রা জজ, বিশেষ জজ আদালত, আপীল আদালতসহ অন্যান্য আদালত থেকে প্রাপ্ত আদেশ এবং এ সংক্রান্ত কার্যক্রমের নোটিশ সমূহ ও পরোয়ানা জারি করা সংক্রান্ত কার্যক্রম;

(৮) শিশু-কিশোর অপরাধীদের শিশু সদনে স্থানান্তর ও অবস্থার উন্নয়ন সংক্রান্ত কার্যক্রম;

(৯) আইন-শৃঙ্খলা/মামলা/নারী নির্যাতন সংক্রান্ত পেপার ক্লিপিংয়ের উপর ব্যবস্থা গ্রহণ।

(১০) অধিকৃত, বিচারধীন এবং সাজাপ্রাপ্ত আসামীদের কারাগারের উচ্চতর শ্রেণী (ডিভিশন) প্রদান সংক্রান্ত কার্যক্রম;

(১১) মোবাইল কোর্ট পরিচালনা সংক্রান্ত কার্যক্রম;

(১২) ফৌঃকাঃবিঃ ৯৮, ১০০, ১০৫, ১০৭, ১০৯, ১১০, ১৩৩, ১৪২ এবং ১৪৫ ধারায় কোর্ট পরিচালনা সংক্রান্ত কার্যক্রম;

(১৩) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নির্দেশনামতে অন্যান্য কার্যবলী।


Current Project

0


Duties

(১) বিভিন্ন আদালতের ডিক্রীর প্রেক্ষিতে টাকা আদায় সংক্রান্ত সেবা প্রদান:

(২) নোটারী পাবলিক নিয়োগ সংক্রান্ত কার্যক্রম;

(৩) মহামান্য হাইকোর্ট ও সুপ্রিম কোর্ট হতে জেলা ম্যাজিস্ট্রেটকে প্রদত্ত নির্দেশনা তামিলকরণ;

(৪) ঢাকা কেন্দ্রীয় কারাগারে আসামীদের সাথে সাক্ষাত, আসামীদের ব্যক্তিগত প্রয়োজনে বিভিন্ন কাগজপত্র স্বাক্ষর করে আনয়ন সংক্রান্ত কার্যক্রম;

(৫) বিজ্ঞ পিপি, এপিপিদের বিলের বিপরীতে বরাদ্দকৃত অর্থ পুনঃ বন্টন ও বিল ভাউচার চেক ইস্যু, পাশ বহি চেক রেজিষ্ট্রার সংরক্ষণ সংক্রান্ত কার্যক্রম;

(৬) বিজ্ঞ পিপি, এপিপিদের নিয়োগ দান সংক্রান্ত;

(৭) বিজ্ঞ দায়রা জজ, বিশেষ জজ আদালত, আপীল আদালতসহ অন্যান্য আদালত থেকে প্রাপ্ত আদেশ এবং এ সংক্রান্ত কার্যক্রমের নোটিশ সমূহ ও পরোয়ানা জারি করা সংক্রান্ত কার্যক্রম;

(৮) শিশু-কিশোর অপরাধীদের শিশু সদনে স্থানান্তর ও অবস্থার উন্নয়ন সংক্রান্ত কার্যক্রম;

(৯) আইন-শৃঙ্খলা/মামলা/নারী নির্যাতন সংক্রান্ত পেপার ক্লিপিংয়ের উপর ব্যবস্থা গ্রহণ।

(১০) অধিকৃত, বিচারধীন এবং সাজাপ্রাপ্ত আসামীদের কারাগারের উচ্চতর শ্রেণী (ডিভিশন) প্রদান সংক্রান্ত কার্যক্রম;

(১১) মোবাইল কোর্ট পরিচালনা সংক্রান্ত কার্যক্রম;

(১২) ফৌঃকাঃবিঃ ৯৮, ১০০, ১০৫, ১০৭, ১০৯, ১১০, ১৩৩, ১৪২ এবং ১৪৫ ধারায় কোর্ট পরিচালনা সংক্রান্ত কার্যক্রম;

(১৩) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নির্দেশনামতে অন্যান্য কার্যবলী।


Contact

বিচার শাখা, জেলা প্রশাসকের কার্যালয়, ঢাকা। ই-মেইল-acjmdhaka@yahoo.com,ফোন নং-   ৭১১৪৭৫৬


Others

0


Staffs