Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Title
স্থানীয় সরকার শাখা, ঢাকা
Details

স্থানীয় সরকার শাখা নামে পরিচিত।


Citizen Service

ক) কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান কর্তৃক হাট-বাজার ও আন্ত:জেলা ফেরীঘাট ইজারা ডাকে অংশ নেয়ার জন্য প্রয়োজনীয় বৈধ কাগজপত্রসহ আবেদন করা হলে উক্ত আবেদনের প্রেক্ষিতে দরপত্র তাৎক্ষনিক বিক্রয় করা হয়।

 খ) অন্যান্য স্থানীয় সরকার প্রতিষ্ঠানের আওতাধীন উন্নয়ন কাজের ইজারা ডাকের অংশ নেয়ার জন্য কোন প্রতিষ্ঠান কর্তৃক প্রয়োজনীয় বৈধ কাগজপত্র সহ আবেদন করা হলে দরপত্র তাৎক্ষনিক বিক্রয় করা হয়।

 গ)স্থানীয় সরকার প্রতিষ্ঠান বা এর সাথে সম্পর্কিত বিভিন্ন অভিযোগ/আপত্তি দাখিল করা হলে  ৭- ১৫ দিনের মধ্যে তদন্ত ক্রমে ব্যবস্থা নেয়া হয়।


Current Project

0


Duties

 ক) জাতীয় সংসদ, পৌরসভা, উপজেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদ নির্বাচন সংক্রান্ত কার্যক্রাম,

খ) সীমানা নির্ধারণ সংক্রান্ত কার্যক্রম।

গ) ইউনিয়ন পরিষদের সচিব নিয়োগ/বদলী সংক্রান্ত কার্যক্রম।

ঘ) জম্ম ও মৃত্যুসংক্রান্ত কার্যক্রম।

ঙ) হাট-বাজার ব্যবস্থাপনা ও খেয়াঘাট ইজারা সংক্রান্ত কার্যক্রম।

চ) বিভিন্ন টেন্ডার ও সিডিউল সংক্রান্ত কার্যক্রম।

ছ)ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সম্মানী ভাতা, ইউপি সচিবদের বেতন এবং গ্রাম পুলিশ(দফাদার ও মহল্লাদার)সদস্যদের সরকারী অংশের বেতন ভাতা প্রদান সংক্রান্ত কার্যক্রম।

জ) গ্রাম পুলিশ(দফাদার ও মহল্লাদার)সদস্যদের পোষাক ও অন্যান্য সরঞ্জামাদি সরবরাহ সংক্রান্ত কার্যক্রম।

ঝ)ইউআইএসসি উদ্যোক্তাদের প্রশিক্ষণ সংক্রান্ত কার্যক্রম।


Contact
রুম নং ৩০৩, জেলা প্রশাসকের কার্যালয়, ঢাকা। ফোন নম্বর : ৭১১৬৪৩১(অফিস)
Others

0