অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মহোদয়ের অধীনস্থ শাখা।
ক্রমিক নং | সেবার নাম | সেবা প্রদানের পদ্ধতি | সেবা প্রদানের সময়সীমা | সেবা প্রদানে ব্যর্থ হলে করণীয় |
০১. | যাবতীয় সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত সংস্থা ও প্রতিষ্ঠানের বকেয়া/অনাদায়ী অর্থ আদায়। | সরকারি দাবী আদায় আইন, ১৯১৩ মোতাবেক | আইনে বর্ণিত সময়সীমা/বিধি মোতোবেক | ক) অভিযোগ গ্রহণ খ) সংশিস্নষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতিতে শুনানী গ্রহণামেত্ম সিদ্ধামত্ম প্রদান গ) অধিযাচন সংশোধন ঘ) অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এর আদালতে আপীল দায়েরের সুযোগ। |
0
দেওয়ানী আদালতের মাধ্যমে সরকারি বিবিধ পাওনা আদায়ে (আবগারী কর, শুল্ক, আয়কর, জরিমানা, পৌরকর, বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের বকেয়া ঋণ, স্ট্যাম্প ঘাটতি শুল্ক ইত্যাদি) দীর্ঘসূত্রিতা কমানো, সহজে ও স্বল্প সময়ে সরকারি বিভিন্ন পাওনা আদায় অব্যাহত রাখার উদ্দেশ্যে সরকারি দাবী আদায় আইন, ১৯১৩ এর অধীনে দায়েরকৃত বিভিন্ন মামলার কার্যক্রম পরিচালনা করা।
জেনারেল সার্টিফিকেট অফিসারের আদালত
রম্নম নং - ২১৬, জেলা প্রশাসকের কার্যালয়, ঢাকা,
ইন্টারকমঃ ৮১৯, ফোনঃ ০২-৭১১৮৬২০, মোবাইলঃ ০১৯৩৩-৪৪৪০১৯
শাখার ই-মেইল নং- gcodhaka@yahoo.com
0
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS