Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Title
র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)
Details

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) বাংলাদেশ পুলিশের একটি বিশেষায়িত ফোর্স। ২০০৪ সালের ২৬ শে মার্চ র‌্যাব প্রতিষ্ঠিত হয়। জঙ্গি দমন, সন্ত্রাস দমন, অবৈধ অস্ত্র উদ্ধার, মাদকমু্ক্ত সমাজ গড়তে র‌্যাব সর্বদা সোচ্চার। র‌্যাব বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী, বিজিবি, পুলিশ, কোষ্ট গার্ড ও আনসার বাহিনীর সদস্যদের নিয়ে গঠিত।

Image
Attachment
Citizen Charter

 

 লক্ষ্য

 সন্ত্রাস দমন ও সন্ত্রাসীদের গ্রেফতার করা।    

 

 যে চেতনা আমাদের শক্তিযোগায়

বাংলাদেশ আমার অহংকার।

 

র‌্যাবের সামর্থতা
 

১।

 আভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলা।

২।

অবৈধ অস্ত্র-গোলাবারুদ, বিস্ফোরক এবং এই ধরণের ক্ষতিকারক দ্রব্য ‌উদ্ধার।

৩।

 অস্ত্রধারী সন্ত্রাসীদের গ্রেফতার করা।

৪।

আইন শৃংখলা পরিস্থিতি রক্ষায় অন্যান্য আইন শৃংখলা সহায়তা প্রদান করা।

৫।

যে  কোন সংঘটিত অপরাধ ও অপরাধীদের সম্পর্কে  গোয়েন্দা তথ্য প্রদান করা।  

৬।

সরকারী আদেশ অনুসারে যে কোন অপরাধের তদন্ত করা।

৭।

অন্যান্য যে কোন সরকারী দায়িত্ব কর্তব্য

 

Address

অপারেশন কন্ট্রোল রুম
র‌্যাব ফোর্সেস সদরদপ্তর
কুর্মিটোলা, ঢাকা-১২২৯
টেলিফোনঃ 027913117
মোবাইল নম্বরঃ
01713444333
ফ্যাক্সঃ
027913133
 


View Larger Map
 

অন্যান্য ব্যাটালিয়নে সাথে যোগাযোগ করতে নিম্নে ক্লিক করুন।

র‌্যাব-১, উত্তরা, ঢাকা
র‌্যাব-২, আগারগাও, ঢাকা

র‌্যাব-৩, টিকাটুলি, ঢাকা

র‌্যাব-৪, মিরপুর, ঢাকা

র‌্যাব-৫, রাজশাহী

র‌্যাব-৬, খুলনা

র‌্যাব-৭, চট্টগ্রাম

র‌্যাব-৮, বরিশাল

র‌্যাব-৯, সিলেট

র‌্যাব-১০, যাত্রাবাড়ী, ঢাকা

র‌্যাব-১১, নারায়ণগঞ্জ

র‌্যাব-১২, সিরাজগঞ্জ